Baba-(Dad) And Meyer Shamporko,you are Read
একটা মেয়েকে তার বাবা মেরেছে তাই সে
লাইভে এসে বাবাকে ধুয়ে দিয়েছে। কদিন আগে
সৎ বাবাকে দেখলাম মেয়েকে দীর্ঘদিন ধর্ষন
করেছে। অনেক আপন বাবাও নাকি এমনটা করে।
.
প্লিজ বিষয়গুলো বেশি বেশি শেয়ার করবেন না।
ফলাও করে প্রচার করবেন না। বাবা মেয়ের
সম্পর্ক অনেক বড় একটা সম্পর্ক। বাবা শব্দটার
সাথে কত ঘাম, কত দায়িত্ব, কত কষ্ট লেগে আছে;
যে বাবা হয় সেই শুধু জানে।
.
ছোট বেলা থেকে আমি মুরগীর রান পছন্দ করি।
ঘরে মুরগী রান্না হবে কিন্তু আমি রান খাব না তা
সম্ভব ছিল না। যখন মেসে থাকতাম তখন যে বাজার
করবে সে রান খাবে এমন একটা নিয়ম ছিলো। যখন
আমার বাজার পড়তো তখন অবশ্যই মুরগী কিনতাম।
.
বেশির ভাগ সময় আমার মেয়েদেরকে আমিই
খাইয়ে দেই। এখন ঘরে যখন মুরগী রান্না হয়
আমার দুই মেয়ের হাতে আগে দুটো রান দিতে
হয়। না হলে ওরা খাবে না।
.
আমি তাকিয়ে থাকি। ওরা খায় আর আমি তৃপ্তি পাই। এ
কেমন নিয়ম হয়ে গেলো। ওদেরকে বাদ দিয়ে
আমি রান খেলে গলা দিয়ে কখনো নামবে বলে
মনে হয় না।
.
মাঝে মাঝে অনেকে বলে, নাহিদ দুইটাতো
মেয়ে হলো এবার একটা ছেলে নিয়ে নাও।
.
আমি হাসি। আল্লাহ যদি কখনো আবার আমাকে সন্তান
দেন তখন মেয়েই চাইব।
.
মাঝে মাঝে যখন হাটতে বেরোই। বড় মেয়ে
আমার কোলে চড়ে। যতই বলি নামো নামো,
নামে না। যখন বলি বাবার কষ্ট হচ্ছে নামো। এবার
সে নিজেই নেমে যায়। এরপর যতই কোলে
নিতে চাই আর উঠবে না। বলে বাবা তোমার কষ্ট
হবে।
.
আমার ছোট মেয়ে। সাড়ে ৩ বছর বয়স। কথা
পুরোপুরি স্পষ্ট হয়নি এখনো। বলে বাবা তোমার
কানে কানে একটা কথা বলব।
আমি কান পেতে দেই। কানের কাছে এসে
এতো জোরে জোরে কথা বলবে যে সবাই
শুনতে পায়, আমিই শুনিনা।
.
মেয়েকে একবার ব্লাড টেস্টের জন্য রক্ত
দিতে নিয়ে গিয়েছিলাম। ওর মা বাইরে দাড়িয়ে
আমাকে ভেতরে নিয়ে যেতে বলল। বাবারা নাকি
পাষন্ড হয়।
.
পাষন্ড হয়ে গিয়েছিলাম সেদিন। আমি জোর করে
ওর হাত ধরে রেখেছি। প্যাথলজিস্ট যখন রক্ত
নেয়া শুরু করল, ও চিৎকার দিয়ে এমন আক্ষেপ
নিয়ে আমার দিকে তাকালো। ও মনে করে ওর বাবা
সুপার হিরো। আমাকে কষ্ট দিচ্ছে তুমি ওই ব্যাটাকে
এখনো আস্ত রাখছ কেন? এই পাষন্ড চোখ
দিয়ে সেদিন আঝোরে অশ্রু ঝড়েছিলো।
.
বাবা-মা-সন্তান সম্পর্কগুলো এমন একটা সম্পর্ক। এর
মাঝে কখনো খাঁদ থাকে না।
.
আমার মেয়েরা আর কিছুদিন পর বুঝতে শিখবে। ওরা
এসব উল্টাপাল্টা নিউজ দেখে কখনো যদি আমার
দিকে এমন ভাবে তাকায় যে, এটা আমার বাবা, মানে
সেও সন্দেহের উর্ধ্বে না। সেদিনই হবে
হয়তো আমার শেষ দিন।
.
লিখা: Arifa
#copied
লাইভে এসে বাবাকে ধুয়ে দিয়েছে। কদিন আগে
সৎ বাবাকে দেখলাম মেয়েকে দীর্ঘদিন ধর্ষন
করেছে। অনেক আপন বাবাও নাকি এমনটা করে।
.
প্লিজ বিষয়গুলো বেশি বেশি শেয়ার করবেন না।
ফলাও করে প্রচার করবেন না। বাবা মেয়ের
সম্পর্ক অনেক বড় একটা সম্পর্ক। বাবা শব্দটার
সাথে কত ঘাম, কত দায়িত্ব, কত কষ্ট লেগে আছে;
যে বাবা হয় সেই শুধু জানে।
What |
.
ছোট বেলা থেকে আমি মুরগীর রান পছন্দ করি।
ঘরে মুরগী রান্না হবে কিন্তু আমি রান খাব না তা
সম্ভব ছিল না। যখন মেসে থাকতাম তখন যে বাজার
করবে সে রান খাবে এমন একটা নিয়ম ছিলো। যখন
আমার বাজার পড়তো তখন অবশ্যই মুরগী কিনতাম।
.
বেশির ভাগ সময় আমার মেয়েদেরকে আমিই
খাইয়ে দেই। এখন ঘরে যখন মুরগী রান্না হয়
আমার দুই মেয়ের হাতে আগে দুটো রান দিতে
হয়। না হলে ওরা খাবে না।
.
আমি তাকিয়ে থাকি। ওরা খায় আর আমি তৃপ্তি পাই। এ
কেমন নিয়ম হয়ে গেলো। ওদেরকে বাদ দিয়ে
আমি রান খেলে গলা দিয়ে কখনো নামবে বলে
মনে হয় না।
.
মাঝে মাঝে অনেকে বলে, নাহিদ দুইটাতো
মেয়ে হলো এবার একটা ছেলে নিয়ে নাও।
.
আমি হাসি। আল্লাহ যদি কখনো আবার আমাকে সন্তান
দেন তখন মেয়েই চাইব।
.
মাঝে মাঝে যখন হাটতে বেরোই। বড় মেয়ে
আমার কোলে চড়ে। যতই বলি নামো নামো,
নামে না। যখন বলি বাবার কষ্ট হচ্ছে নামো। এবার
সে নিজেই নেমে যায়। এরপর যতই কোলে
নিতে চাই আর উঠবে না। বলে বাবা তোমার কষ্ট
হবে।
.
আমার ছোট মেয়ে। সাড়ে ৩ বছর বয়স। কথা
পুরোপুরি স্পষ্ট হয়নি এখনো। বলে বাবা তোমার
কানে কানে একটা কথা বলব।
আমি কান পেতে দেই। কানের কাছে এসে
এতো জোরে জোরে কথা বলবে যে সবাই
শুনতে পায়, আমিই শুনিনা।
.
মেয়েকে একবার ব্লাড টেস্টের জন্য রক্ত
দিতে নিয়ে গিয়েছিলাম। ওর মা বাইরে দাড়িয়ে
আমাকে ভেতরে নিয়ে যেতে বলল। বাবারা নাকি
পাষন্ড হয়।
.
পাষন্ড হয়ে গিয়েছিলাম সেদিন। আমি জোর করে
ওর হাত ধরে রেখেছি। প্যাথলজিস্ট যখন রক্ত
নেয়া শুরু করল, ও চিৎকার দিয়ে এমন আক্ষেপ
নিয়ে আমার দিকে তাকালো। ও মনে করে ওর বাবা
সুপার হিরো। আমাকে কষ্ট দিচ্ছে তুমি ওই ব্যাটাকে
এখনো আস্ত রাখছ কেন? এই পাষন্ড চোখ
দিয়ে সেদিন আঝোরে অশ্রু ঝড়েছিলো।
.
বাবা-মা-সন্তান সম্পর্কগুলো এমন একটা সম্পর্ক। এর
মাঝে কখনো খাঁদ থাকে না।
.
আমার মেয়েরা আর কিছুদিন পর বুঝতে শিখবে। ওরা
এসব উল্টাপাল্টা নিউজ দেখে কখনো যদি আমার
দিকে এমন ভাবে তাকায় যে, এটা আমার বাবা, মানে
সেও সন্দেহের উর্ধ্বে না। সেদিনই হবে
হয়তো আমার শেষ দিন।
.
লিখা: Arifa
#copied
Comments
Post a Comment
Hi Friend's share & comment like