সুনীল গঙ্গোপাধ্যায় তিনটি প্রশ্ন তারপর ধর্ম বক বললেন, বৎস, তোমাকে আমি আরও তিনটি প্রশ্ন করব বলো তো, মানুষের কোন কষ্ট মুখের ভাষায় ব্যক্ত করা যায় না কিংবা বলতে গেলেও কেউ বুঝবে না? মুহূর্তমাত্ৰ চিন্তা না করে যুধিষ্ঠির বললেন, কোনো কবি যখন ভাব প্রকাশের জন্য প্রকৃত ভাষা খুঁজে পায় না তখন তার যে কষ্ট তা দ্বিতীয় কোনো ব্যক্তির পক্ষে সহমর্মী হওয়া সম্ভব নয়! ধর্ম বক হৃষ্ট হয়ে বললেন, বেশ, এবার বলো মানুষের জীবনে এমন কোন মুহূর্ত আছে, যা রমণ সুখের চেয়েও বেশি তৃপ্তি দিতে পারে? এবারেও নির্দ্বিধায় যুধিষ্ঠির তৎক্ষণাৎ বললেন, কোনো শিল্পীর সৃষ্টিতে শেষ তুলির টান দেওয়ার মুহূর্তটি তার সঙ্গে অন্য কোনো সুখেরই তুলনা চলে না ধর্ম বক পুনরপি বললেন, বেশ! এবার শেষ প্রশ্ন, বলো কখন ধর্মকে মনে হয় অধৰ্ম? নত নেত্ৰে, একটুক্ষণ চুপ করে থেকে, কম্পিত কণ্ঠে যুধিষ্ঠির উত্তর দিলেন, যখন ধৰ্ম আসেন বকের ছদ্মবেশে, যখন মৃত্যু দিয়ে পরীক্ষা করা হয় মানুষকে! Related ০১. একটা ঘোড়ার গাড়ি ডাকা হয়েছে একটা ঘোড়ার গাড়ি ডাকা হয়েছে। লোকজন আর মালপত্র তো কম নয়, এক গাড়িতে আঁটানো মুশকিল। বেডিংটাই তো বিরাট। সতরঞ্চি ...
০১. যৌন জীবনের পটভূমিকা Jul 21, 2016 | ভারতে বিবাহের ইতিহাস (১৯৬০) ০১. যৌন জীবনের পটভূমিকা প্রাণী জগতে মানুষই বোধ হয় একমাত্র জীব যার যৌন ক্ষুধা সীমিত নয়। অধিকাংশ প্রাণীর ক্ষেত্রেই সন্তান উৎপাদনের জন্য যৌন মিলনের একটা বিশেষ ঋতু আছে। মাত্র সেই নির্দিষ্ট ঋতুতেই তাদের মধ্যে যৌন মিলনের আকাজক্ষা জাগে এবং স্ত্রী-পুরুষ একত্রে মিলিত হয়ে সন্তান উৎপাদনে প্রবৃত্ত হয়। একমাত্র মানুষেরই ক্ষেত্রে এরূপ কোন নির্দিষ্ট ঋতু নেই। […] ০২. প্রাচীন ভারতে বিবাহ Jul 21, 2016 | ভারতে বিবাহের ইতিহাস (১৯৬০) ০২. প্রাচীন ভারতে বিবাহ হিন্দুরা যদিও দাবী করে যে তাদের মধ্যে প্রচলিত বিবাহের রীতিনীতি বৈদিক যুগ থেকে অনুস্থত হয়ে এসেছে তথাপি কথাটা ঠিক নয়। গোত্র-প্রবর-সপিও বর্জন বিধি, যার উপর বর্তমান হিন্দুদের বিবাহ প্রথা প্রতিষ্ঠিত, তার উল্লেখ বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে মোটেই নেই। মনে হয়, ঋগ্বেদের যুগে বিবাহ প্রতিষ্ঠিত ছিল গ্রামভিত্তিক বহির্বিবাহের নিয়মের উপর। কেননা, […] ০৩. যৌনাচারের উপর স্মৃতিশাস্ত্রের প্রভাব Jul 21, 2016 | ভারতে বিবাহের ইতিহাস (১৯৬০) ০৩...
এবার আপনাদের দেখাবো কি ভাবে IDM বা INTERNET ডাউনলোড MENEGAR ,DOWNLOAD করবেন। এই WEB এ ঢুকবেন।:-http ://www .internetdownloadmanager .com তারপর আপনারা :IDM ইনস্টল করবেন যেভাবে , ১.প্রথম কেউ আমরা IDM ডাউনলোড করছি ,নেটথেকে সেটা OPEN করুন , তারপর Setup .exe বা internet download manager (IDM )৬.২৩ B .....এইটায় ক্লিক করুন তারপর আসবে :নিম্নরূপ ,Crack RegKey ATOM .Install .Notes .Readme .txt idman৬২৩@build .exe ,এইটায় click করবো , click করার পর windrow আসবে next এ click করবো আবার next এ ক্লিক ,আবারও next এ ক্লিক। তারপর অপেক্ষ্মা করবে ,fiish লিখা আসবে ,finish ক্লিক করবে , আপনার IDMan নামে file রয়েছে সেটি copy করে ...
Comments
Post a Comment
Hi Friend's share & comment like